বিদ্যুৎ সম্পর্কিত কিছু তথ্য ও বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র। মানুষ এর শরির দিয়ে বিদ্যুৎ প্রবাহিত।(Electrical Measuring Instrument)

মানুষের শরীর দিয়ে কত ভোল্টেজ কারেন্ট প্রবাহীত হলে, মানুষ কারেন্ট অনুভব করতে পারে। 


উত্তরঃ মানুষ এর শরীর দিয়ে যদি 1mA কারেন্ট প্রবাহিত হলে মানুষ কারেন্ট এর অনুভব বুঝতে পারে।


9mA কারেন্ট পুরুষ এর শরীর দিয়ে প্রবাহিত হলে,মানুষ মারা যাবে না, কিন্তু সে তার ইচ্ছা অনুচাই নিজেকে নিয়ন্ত্রন করতে পারবে না।


6mA কারেন্ট নারীর শরীর দিয়ে প্রবাহিত হলে, মানুষ মারা যাবে না,কিন্তু সে তার ইচ্ছা অনুযাই নিজেকে নিয়ন্ত্রন করতে পারবে না।



৫০ কেজি ওজন বিশিষ্ট মানুষের শরির এর মধ্য দিয়ে,67mA-107mA কারেন্ট ৩ সেকেন্ড ধরে প্রবাহিত হলে, মানুষ মারা যাবে না,কিন্তু হ্রদপিন্ডে অসুবিধা হবে।


শুকনো অবস্থায় মানুষ এর চামরার রেজিষ্ট্যান্স 10000 ওহম হয়। শরীর এর ঘাম যুক্ত অবস্থায় 800 ওহম এবং ভিজা অবস্থায় 400 ওহম হয়।


220 ভোল্টেজ সরবরাহ লাইনের মধ্য দিয়ে মানুষের শরীর এ 0.44A কারেন্ট প্রবাহিত হয়।


বিদ্যুৎ সম্পর্কিত কিছু তথ্য ও বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র। মানুষ এর শরির দিয়ে বিদ্যুৎ প্রবাহিত।(Electrical Measuring Instrument)



                  বৈদ্যুতিক পরিমাপ যন্ত্র..


যে যন্ত্রের সাহায্যে কোনো কিছুর পরিমাপ নির্ধারন করা হয় তাকে পরিমাপক যন্ত্র বলে।


এই পরিমাপক যন্ত্রে যখন তড়িৎ প্রবাহের দ্বারা পরিমাপ করা হয় তখন তাকে বৈদ্যুতিক পরিমাপ যন্ত্র বলা হয়।


অথবা যে যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক ধ্রুব যেমন কারেন্ট ভোল্টেজ রেজিষ্ট্যান্স এবং এ্যানার্জি ফ্রিকোয়েন্সি পরিমাপ করা হয় তাকে বৈদ্যুতিক মেজারিং ইন্স্ট্রমেন্ট বলে।



       বৈদ্যুতিক পরিমাপক যন্ত্রের প্রকারভেদ,,,


বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র প্রধানত ২ প্রকার।


১/ Absolute Instrument(এ্যাবসলিউট ইন্স্ট্রমেন্ট)।


২/ সেকেন্ডারি ( Secondary) ইন্স্ট্রমেন্ট।


কাজ অনুচাই সেকেন্ডারি ইন্স্ট্রমেন্ট আবার ৩ ভাগে বিভক্ত করা যায় যেমনঃ


১/ ইন্ডিকেটিং ইন্স্ট্রমেন্ট।


২/ ইন্টিগ্রেটিং ইন্স্ট্রমেন্ট।


৩/ রেকর্ডিং ইন্স্ট্রমেন্ট।




আমাদের সাথে থাকার জন্য আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করে জানাবেন প্লিজ। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url