জেনারেটর কাকে বলে? জেনাটর এর কাজ কি - জেনারেটর কত প্রকার ও কি কি? What is a generator?

অল্টারনেটর বলতে এসি জেনারেটরকে বুঝানো হয়। ডিসি জেনারেটরে কম্যুটেটর থাকে, যার সাহায্যে আউটপুটে এসিকে ডিসি করা হয়। সাধারনত জেনেরেটর বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যাবহৃত হয়ে থাকে।


জেনারেটর কাকে বলে?

উত্তরঃ

জেনারেটর এমন একটি যন্ত্র বা মেশিন যার সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রুপান্তরিত করা হয়। আর এই রুপান্তর প্রক্রিয়ায় প্রয়োজন একটি চুম্বকক্ষেত্র (Magnetic field), একটি আরমেচার (যাহার উপরিভাগে তারের কয়েল বসানো থাকে) এবং আরমেচারটিকে চুম্বকক্ষেত্রের ভিতর ঘুরানোর জন্য প্রয়োজন একটি প্রাইমমুভার। আরমেচার কয়েলকে চুম্বকক্ষেত্রের ভিতর ঘুরালে আরমেচার পরিবাহীতে ভোল্টেজ উৎপন্ন হবে, যাকে ই এম এফ (electromotive force) বলে ।



জেনারেটর কত প্রকার ও কি কি?

উত্তরঃ

দুই প্রকার।

 যথাঃ-

 ক) এসি জেনারেটর: যে জেনারেটর অল্টারনেটিং/বিবর্তিত বিদ্যুৎ উৎপাদন করে।

 খ) ডিসি জেনারেটর: যে জেনারেটর ডাইরেক্ট/একমুখী বিদ্যুৎ উৎপাদন করে।


জেনারেটর কাকে বলে? জেনাটর এর কাজ কি - জেনারেটর কত প্রকার ও কি কি? What is a generator?


এসি জেনারেটর এর গঠন লিখ।

উত্তরঃ

এসি জেনারেটর অধিক প্রচলিত।

গঠন: এতে একটি ক্ষেত্রচুম্বক থাকে। চুম্বকের মধ্যবর্তী স্থানে একটি কাচা লোহার পাতের উপর একটি তারের আয়তকারে কুণ্ডলী থাকে। কাচা লোহার পাতটিকে আর্মেচার বলে। আর্মেচারটিকে চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী স্থানে যান্ত্রিক উপায়ে সম দ্রুতিতে ঘুরানো হয়। আয়তকার কুণ্ডলীর দুই প্রান্ত দুইটি স্প্রিং এর সাথে সংযুক্ত থাকে। স্প্রিং দুইটি আর্মেচারের একই অক্ষ বরাবর ঘুরতে পারে। দুইটি কার্বন নির্মিত ব্রাশ এমনভাবে স্থাপন করা হয় যেন তারা যখন আর্মেচার ঘুরতে থাকে তখন স্প্রিং দুইটিকে স্পর্শ করে থাকে। ব্রাশ দুইটির সাথে বহিবর্তনীর রোধ সংযুক্ত থাকে।



এসি জেনারেটরের কার্যপ্রণালী লিখ।

উত্তরঃ

কার্যপ্রণালী : যখন আর্মেচারটিকে ঘুরানো হয় তখন আর্মেচার কুণ্ডলী চৌম্বকক্ষেত্রের বলরেখাগুলোকে ছেদ করে এবং তাড়িতচৌম্বক আবেশের নিয়মানুযায়ী কুণ্ডলীতে তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয়। এখন কুণ্ডলীটির দুই প্রান্ত বহিবর্তনীর সাথে সংযুক্ত থাকায় বর্তনীতে পর্যাবৃত্ত তড়িৎপ্রবাহের উৎপত্তি হয়। আবিষ্ট তড়িৎপ্রবাহের মান প্রধানত চৌম্বকক্ষেত্রের প্রাবল্য ও ঘূর্ণন বেগের উপর নির্ভর করে। কুণ্ডলীর একবার ঘূর্ণনের মধ্যে আবিষ্ট তড়িৎপ্রবাহের অভিমুখও একবার পরিবর্তিত হয়। এভাবে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়।



ডিসি জেনারেটর এর বিভিন্ন অংশ কি কি?

উত্তরঃ

 1. ইয়ক বা ফ্রেম

 2. পোল কোর এবং পোল সু

 3. ফিল্ড কয়েল

 4. আর্মেচার কোর

 5. আর্মেচার ওয়াইন্ডিং

 6. কম্যুটেটর

 7. ব্রাশ এবং বিয়ারিং।



ডিসি জেনারেটরের প্রকারগুলো কি কি?

উত্তরঃ

ডিসি জেনারেটর প্রধানত দুই প্রকার:-

 ক) সেল্ফ এক্সাইটেড (Self exited).

 খ) সেপারেটলি এক্সাইটেড (Separately exited).


  সেল্ফ এক্সাইটেড তিন ভাগে বিভক্ত।

   i) শান্ট (shunt) জেনারেটর।

   ii) সিরিজ ( series) জেনারেটর।

   iii) কম্পাউন্ড (compound) জেনারেটর।



কম্পাউন্ড (compound) জেনারেটর আবার দুইভাগে বিভক্ত।


      1. শর্ট শান্ট কম্পাউন্ড জেনারেটর

      2. লং শান্ট কম্পাউন্ড জেনারেটর



অল্টারনেটর কি?

উত্তরঃ

আল্টারনেটর এমন একটি জেনারেটর যা পরিবর্তনশীল ভোল্টেজ উৎপন্ন করে। যে কোন জেনারেটরের আর্মেচার ওয়াইন্ডিংয়ে প্রথমত পরিবর্তনশীল ভোল্টেজ উৎপন্ন হয়। কিন্তু ডি সি জেনারেটরের বেলায় পরিবর্তনশীল ভোল্টেজকে কম্যুটেটরের মাধ্যমে ডি সি তে রুপান্তরিত করে লোডে সরবরাহ করা হয়। অল্টারনেটরে পরিবর্তনশীল ভোল্টেজ উৎপন্ন করার জন্য চুম্বকক্ষেত্র ও আর্মেচার প্রয়োজন। কোন চৌম্বকক্ষেত্রে আর্মেচার অর্থাৎ কন্ডাক্টরকে ঘুরিয়ে বা স্থির আর্মেচারের চতুর্দিকে চৌম্বকক্ষেত্রকে ঘুরিয়ে পরিবর্তনশীল ভোল্টেজ উৎপন্ন করা হয়। কিন্তু উচ্চ চাপ ও ক্ষমতার অল্টারনেটরে আর্মেচারকে ঘুরালে অনেক অসুবিধার সৃষ্টি হওয়ার কারণে সাধারণত চৌম্বকক্ষেত্রকে ঘুরিয়ে ভোল্টেজ উৎপন্ন করা হয়।



শান্ট ফিল্ড কি?

উত্তরঃ

শান্ট অর্থ প্যারালাল সংযোগ। এ ধরনের জেনারেটর এর ফিল্ড কয়েলকে আরমেচার এর সাথে প্যারালাল সংযোগ করার নামেই শান্ট ফিল্ড।



জেনারেটর এর emf equation টি কি?

উত্তরঃ

Eg = ZPΦN/60A

যেখানে, Φ= প্রতি পোলে ফ্লাক্স

Z= আর্মেচারের পরিবাহীর সংখ্যা

P= পোলের সংখ্যা

A= আর্মেচারের প্যারালাল পথের সংখ্যা

N= প্রতি মিনিটে আর্মেচার এর ঘুর্ণন

Eg= আর্মেচারে প্রতি প্যারালাল পথে উৎপন্ন ভোল্টেজ।



একটি ডিসি জেনারেটর পূর্ণ স্পিডে ঘুরতেছে কিন্তু ভোল্টেজ উৎপন্ন হইতেছে না- কারন কি?

উত্তরঃ

1. ফিল্ডে রেসিডিয়্যাল মেগনেটিজম নেই

2. জেনারেটর উল্টা ঘুরতেছে

3. ফিল্ডের কয়েল ওপেন

4. আর্মেচার কয়েল ওপেন

5. কার্বন ব্রাশ কম্যুটেটরে সংযোগ নেই।



ডায়নামো কি ?

উত্তরঃ

ডিসি জেনারেটরকে ডায়নামো বলে।



আর্মেচার লোহার তৈরি কিন্তু কম্যুটেটর তামার তৈরি, কারন কি ?

উত্তরঃ

কারন আর্মেচার ম্যাগনেটিক ফিল্ডে থাকে আর কম্যুটেটর ম্যাগনেটিক ফিল্ডের বাইরে থাকে।



ধন্যবাদ,,,,,

সাথেই থাকুন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url