তবে যে কোন Wiring করার আগে আমাদের কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে তাহলো:-
ক) Wiring দীর্ঘস্থায়ী ও মজবুত হতে হবে।
খ) Wiring সম্পূর্ন নিরাপদ হতে হবে যাতে কোন মানুষের বা প্রানীর শক না লাগে ।
গ) তার, সুচই, ফিউজ, মেইন সুইচCircuit Breaker ইত্যাদির উপযুক্ত Currentপরিবহন ক্ষমতার হতে হবে।
ঘ) Light, Fan ইত্যাদির অবস্থান যথাস্থানে রাখতে হবে।
ঙ) অবশ্যই Proper আর্থিং ব্যবস্থা থাকতে হবে।
চ) ওয়্যারিং সুদৃশ্য সুন্দর হতে হবে।
হাউজ ওয়্যারিং কাকে বলে:-
কোন স্থানে বিদ্যুৎ সরবরাহ দেয়ার জন্য নিয়ম অনুসারে তারকে সুসজ্জিত করাকে Electrical Wiring বলে।
Electrical Wiring-কে সাধারনত তিন ভাগে ভাগ করা যায়।
১. অভ্যন্তরীণ ওয়্যারিং
২. ওভারহেড ওয়্যারিং
৩. আন্ডারগ্রাউন্ড ওয়্যারিং।
১. অভ্যন্তরীণ ওয়্যারিং : বাড়ি, ঘর, কলকারখানা প্রর্ভতি ছাদ বিশিস্ট জায়গায় যে ওয়্যারিং করা হয় তাকেই অভ্যন্তরীণ ওয়্যারিং বলে। এই অভ্যন্তরীণ
হাউজ ওয়্যারিং সাধারনত পাঁচ প্রকারের হয়ে থাকে।
ক্লিট (Cleat) ওয়্যারিং।
ব্যাটেন/ চ্যানেল (Batten/ Channel) ওয়্যারিং।
কেসিন ( Casing) ওয়্যারিং।
কন্ডুইট (Conduit) ওয়্যারিং।
ট্রানকিং (Trunking) ওয়্যারিং।
1. ক্লিট (Cleat) ওয়্যারিং:-
এই ধরনের ওয়্যারিং খুব অল্প খরচে করা যায়। সচরাচর সাময়িক কাজের জন্যই এই ওয়্যারিং ব্যবহার করা হয়। এই ওয়্যারিংয়ে পি ভি সি তার বা কেবল চীনামাটির তৈরী কতগুলি ক্লীটের উপর দিয়ে যাওয়া হয়। ওপরে নীচে ক্লীটের দুটি অংশ থাকে । দুটি বা তিনটি খাঁজ কাটা তলার অংশটিকে দেওয়ালে রয়েল প্লাগ এর সাহায্যে স্ক্র দিয়ে লাগানো হয়। তলার অংশের খাজেঁর উপরে তার বা কেবল রেখে উপরের অংশটি তার উপর স্ক্র দিয়ে লাগিয়ে দেয়া হয়।
হাউজ ওয়্যারিং কত প্রকার?
আভ্যন্তরীণ বা ভিতরের ওয়্যারিং: ঘরের ভিতরে যে ওয়্যারিং করা হয় তাকে আভ্যন্তরীণ ওয়্যারিং বলে৷ এই ওয়্যারিং প্রধানত দুই ধরনের৷
যথা:-
১.কনসিলড ওয়্যারিং
২.ওপেন ওয়্যারিংঃ
১.কনসিলড ওয়্যারিংঃ হলো দেয়ালের ভিতরে যে ওয়্যারিং করা হয়৷ এই ওয়্যারিং পাইপের ভিতর দিয়ে করা হয়৷ ঘর তৈরির সময় এই ব্যবস্থা করে নিতে হয়৷ আর ওপেন বা সারফেস ওয়্যারিং হলো ঘরের দেয়ালের উপরে চ্যানেল বা পাইপের সাহায্যে যে ওয়্যারিং করা হয়৷
২. বাহ্যিক বা বাইরের ওয়্যারিংঃ ঘরের বাইরে যে ওয়্যারিং করা হয় তাকে বাহ্যিক বা বাইরের ওয়্যারিং বলে৷ বিদ্যুতের মূল খুঁটি থেকে বাড়ির মিটার পর্যন্ত বিদ্যুত নেওয়ার জন্য এই ওয়্যারিং করা হয়৷
